আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3571

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 9 নভে. 2015

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম,,গত কিছু আগে আমাদের বাড়ির এক জনের জামাই মারা গেছেন বিদেশে,তখন আমাদের বাড়ির মহিলারা বিভিন্ন ধরনের নিয়মকানুনের কথা বলতে থাকেন, তার মধ্যে (১) সোয়া লাখবার খতমে ইউনুস খতম করা (২)এক লাখবার দুরুদ শরিফ খতম করা। (৩) এরপর বলছে যে ৪মাস ১০-১৫ দিন কোনো পরপুরুষকে দেখা দিতে পারবে না। তাহলে কি ৪মাস ১৫ দিন পর পরপুরুষ কে দেয়া দেয়া যাবে? । এখন আমার প্রশ্ন হল এইগুলা কতটুকু হাদিস সম্মত? আর মহিলাদের পর্দার ব্যাপারে কোনো দিন কাল সীমাবদ্ধতা আছে কিনা? আমি যখন বললাম যে এইগুলা কই শুনছেন, বলছে হুজুর বলছে। আশা করি উত্তম জওয়াব দিবেন। জাজাকআল্লাহ্

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সোয়া লাখবার খতমে ইউনুস খতম করা, এক লাখবার দুরুদ শরিফ খতম করা হাদীসসম্মত নয়, এগুলো করে মৃত ব্যক্তির কোন লাভ হবে না। এসব বাদ দেয়া জরুরী। স্বামী মারা গেলে স্ত্রী ৪ মাস দশ দিন ইদ্দত পালন করবে। ইদ্দত পালনের অর্থ হলে: বিনা প্রয়োজনে স্বামীর বাড়ির বাইরে যাবে না, স্বাভাবিক পোশাকের বাইরে কোন অতিরিক্ত সাজ-সজ্জা করবে না, সুগন্ধি ব্যবহার করবে না। ইদ্দত চলাকালীণ ঐ মহিলাকে কোথাও বিবাহও দেয়া যাবে না। আর যদি মহিলা গর্ভবতী থাকে তাহলে তার ইদ্দতের সময় হলো বাচ্চা প্রসব করা পর্যন্ত। ৪ মাস ১৫ দিন পর-পুরুষকে দেখা দিতে পারবে না, বিষয়টি একন নয় বরং পরপুরুষকে কখনোই দেখা দিতে পারবে না। পরুপুরুষ থেকে চিরদিনই পর্দা রক্ষা করে চলতে হবে।