আসসালামুআলাইকুম। কেমন আছেন। একটি বিষয় জানতে চাচ্ছি। এক বিয়েতে রেজেস্ট্রি কাবিনে লিখলেন এক লক্ষ টাকা। বিয়ে পাড়ানোর সময় উলেখ করলো ত্রিশ হাজার টাকা মহরানা ধার্য করিয়া। এখন মহরানা কোনটা বর কনে কে দিবে এক লক্ষ না ত্রিশ হাজার। মানে মহর কোনটা গ্রহনযোগ্য হবে। এভাবে কি মহর ধার্য করে বিয়ে পড়ানো যায়? যে হজুর বিয়ে পড়িয়ে ছে সে বলে যেটা উল্লেখ করেছি সেটাই মহর আর রেজেস্ট্রি তে যেটা লেখা ওটা লেখার কথা লেখায়ছি । । । এখন ছেলের কি একলক্ষ ত্রিশ হাজার টাকাই মেয়েকে দিবে। না শুধু ত্রিশ হাজার টাকা মেয়েকে দিবে?