আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3562

বিবিধ

প্রকাশকাল: 31 অক্টো. 2015

প্রশ্ন

আমার স্ত্রী সুমাইয়া, বয়স ২৫ বছর। ছোট্ট বেলা থেকেই জিনের সমস্যা আছে। তিনি প্রতি মাসেই স্বপ্নে দেখেন, কোন মহিলা তাকে কিছু খাওয়ার (ফল বা মিষ্টি জাতীয়) জন্য দেয় এবং সে তা খেয়ে ফেলে। এটা কি কোন সমস্যা? আমাদের বিয়ের বয়স ৬ বছর। আল্লাহ এখনো কোনো সন্তান দেননি। কেউ কেউ বলেন জিনরা বাচ্চা হওয়ার ক্ষেত্র্রে সমস্যা সৃষ্টি করে, এটা কোরআন হাদিসের আলোকে কতটুকু সত্য। এটা থেকে পরিত্র্রান পাওয়ার কোন কুরআনি আমল থাকলে জানাবেন।

উত্তর

স্বপ্নে ফল খাওয়া দেখা এটা কোন সমস্যা না। জিনেরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্য সৃষ্টি করতে পারে, এটা অস্বাভাবিক নয়। প্রতিদিন সকলা-সন্ধ্যা সূরা ইখলাস, ফালাক ও নাস তিন বার করে পড়বে, এবং সকাল-সন্ধ্যা কিছু মাসনুন দুআ পড়বে তাহলে আশা করি কোন সমস্যা হবে না ইনশাআল্লাহ। মাসনুন দুআর জন্য সহীহ মাসুনুন ওযীফা কিংবা রাহে বেলায়াত বই পড়তে পারেন।