আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3527

বিবাহ-তালাক

প্রকাশকাল: 26 সেপ্টে. 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার শ্বশুর আমার শাশুড়ি কে রাগান্তিত অবস্থায় আমার শাশুড়ির ভাই এবং শ্বশুর এর মা এর উপস্থিতিতে সাত তালাক মুখে বলে তাকে বাড়ি থেকে চলে যেতে বলে, পরে সে বাবার বাড়ি চলে যায়। এক সপ্তাহ পরে আমার শ্বশুর এর বড় ছেলের চাপাচাপির কারনে তার বাবা তার মায়ের কাছে মাপ চায় এবং বলে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না / আমাদের তালাক হয় নায়/ এভাবে তালাক বললে তালাক হয় না ইত্যাদি বলে তাকে আবার বাড়ি নিয়ে আবার আগের মত একসাথে থাকা শুরু করে । (উল্লেখ্য যে পূর্বেও সে মানে আমার শ্বশুর তাকে একইভাবে অনেকবার তালাক এর কথা বলেছেন)। আমার প্রথম প্রশ্ন হচ্ছে তাদের এখনকার সম্পর্ক কি হালাল আছে নাকি তারা ব্যভিচার এ লিপ্ত আছে? দ্বিতিও প্রশ্ন হচ্ছে যদি তাদের এখনকার সম্পর্ক হারাম হয়ে থাকে তাহলে তাদের সাথে( শ্বশুর শাশুরি) আমার কত টুকু সম্পর্ক রাখা উচিত বা তাদের কাছে কি পরিমান যাতায়াত করা উচিত? (আমি জানতাম যেখানে বেভিচার হয় সেখানে আল্লাহর গজব বর্ষিত হয়)

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার শ্বশুর ও শাশুড়ির বিবাহ সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। তারা এক সাথে থাকতে পারবে না, সম্পূর্ণ নিষিদ্ধ। অবিলম্বে তাদের আলাদা হতে হবে। আপনি বিষয়টি তাদের অবহিত করুন। যদি তারা আপনার কথা না শোনে তাহলে আপনি তাদের সাথে সাভাবিক সম্পর্ক ছিন্ন করুন।