আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3526

নামায

প্রকাশকাল: 25 সেপ্টে. 2015

প্রশ্ন

১. জায়নামাযের দুআ বলতে কিছু আছে কি? হাদীস দ্বারা প্রমাণিত ছানা কোনটি?
জায়নামাজের দোয়া হিসেবে প্রচলিত ইন্নিওজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাজি যা আমরা তাকবীরে তাহরীমার আগেই পড়ি,সেটার দালিলিক ভিত্তি কি,দয়া করে হাদীস ও আছারের আলোকে জানালে কৃতজ্ঞ থাকবো। ২. ফরজ নামাজ শেষে সম্মিলিত মুনাজাত জায়েজ কিনা?
৩. জহুরের নামাজের ওয়াক্ত হওয়ার পূর্ব-মুহূর্তে অর্থাৎ যখন সূর্য ঠিক মাথার উপর থাকে তখন মসজিদে ঢুকার পর যে দুই রাকাত সুন্নত পড়তে হয়, তা পড়া যাবে কিনা? কেননা আমরা জানি সূর্য ঠিক মাথার উপর থাকাবস্থায় নামাজ পড়া নিষেধ। আরো জানতে চাই, জুহুরের ওয়াক্ত হওয়ার পূর্বে আনুমানিক কয় মিনিট নামাজ পড়া যাবে না? অর্থার্ৎ সূর্য মাথার উপর থাকাবস্থায় নামাজের নিষিদ্ধ সময় আনুমানিক কয় মিনিট?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, পুরো টাকা হারাম হবে না।