আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3522

বিবাহ-তালাক

প্রকাশকাল: 21 সেপ্টে. 2015

প্রশ্ন

আসসালামুআলাইকুম। কোন মেয়ে যদি বাবা মার অনুমতি ছাড়া পালিয়ে বিয়ে করে এবং পরে বাবা মা ঐ বিয়ে মেনে নেন ও সমাজে জানিয়ে দেন যে মেয়ের বিয়ে হয়েছে তাহলে ঐ বিয়ে কি জায়েয হবে না কি পুনরায় মেয়েকে বিয়ে করতে হবে

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এটি একটি মতবিরোধপূর্ণ মাসআলা। আমাদের দেশের আমল অনুযায়ী নতুন করে বিয়ে করা লাগবে না। তবে বিশ্বের বহু আলেমেই বলেন, অভিভাবক ছাড়া মেয়েদের বিবাহ হবে না, তাদের মতানুযায়ী নতুর করে বিয়ে দিতে হবে। বিস্তারিত জানতে আমাদের দেয়া 0041 নাম্বার প্রশ্নের উত্তর দেখুন।