আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 343

যিকির দুআ আমল

প্রকাশকাল: 7 জানু. 2007

প্রশ্ন

আস সালামু আলাইকুম। আমার প্রশ্ন : আমি রোগবালাই (ঠান্ডা, এজমা, এল্যারজি জনিত) থেকে নিজেকে সুস্থ রাখার দোয়া তাবিজ করে আমার শরীরে রাখি, কিন্তু যখন শুনলাম তাবিজ শরীরে রাখা যাবে না,তখন খুলে ফেলি। কিন্তু আমার সমস্যার সমাধান হচ্ছে না বরং আগের মতই আছে। এখন আমি ওষুধ খাওয়ার পাশাপাশি আর কি কি আমল (দোয়া) করতে পারি?

উত্তর

ওয়া আলইকুমুস সালাম। আমরা আপনার জন্য দআ করি যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। ঔষুধ খাওয়ার পাশাপাশি আপনি রাহে বেলায়াত বইয়ের ২২৮, ২২৯, ২৩০, ২৩১, ২৩২ নং দুআ গুলো নফল নামাযের সাজদাতে এবং বিভিন্ন সময় পড়তে থাকুন।