আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 342

অর্থনৈতিক

প্রকাশকাল: 6 জানু. 2007

প্রশ্ন

মোবাইল, ট্যাব, বা কম্পিউটারে যদি কুরান বাংলা, তেলাওয়াত, হাদিস বই, ওয়াজ মাহাফিল, ইসলামিক বই থাকে তাহলে তা কি নাপাক অবস্তাই ধরা বা মোবাইল নিয়ে কি বাথরুমে ঢোকা যাবে?

উত্তর

না, মোবাইলের ভিতর এই সব থাকলে নাপাক অবস্থায় ধরতে তবা মোবাইল নিয়ে বাথরুমে যাওয়াতে কোন সমস্যা নেই। তবে যদি স্কীনে যদি এগুলো থাকে তাহলে স্কীন থেকে সরিয়ে বাথরুম যাবেন।