আল্লাহুম্মাগফিরলি এবং আস্তাগফিরুল্লাহ শব্দদ্বয়ের মাঝে সম্বোধনসূচক পার্থক্য রয়েছে। এছাড়া এদের অর্থ কিন্তু এক। তাহলে আল্লাহুমাগফিরলি শব্দটিকে ইস্তিগফার হিসেবে রেফার করা হয়না কেন?
উত্তর
আল্লাহুমাগফিরলি শব্দটি ইস্তিগফারের জন্য ব্যবহার হয় তো। অনেক দুআতে তো এই শব্দ ব্যবহার হয়। তবে রাসূলুল্লাহ সা. যখন যে শব্দে ইস্তিগফার করেছেন তখান সে শব্দে ইস্তিগফার করা ভালো।