আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3420

যিকির দুআ আমল

প্রকাশকাল: 11 জুন 2015

প্রশ্ন

প্রশ্নঃ আমি ধার্মিক ছেলেকে বিয়ে করতে চাই। কিন্তু আমার পরিবার পছন্দ করে না। তাদের প্রস্তাবে রাজি হইনা বলে আমার প্রতি অসন্তুষ্ট। এখন আমাকে জোর করা হল পাত্রপক্ষকে ছবি দেওয়ার জন্য। আমি বোনের বাসায় থাকি,পড়াশুনা করে টিউশন করি, চাকরি করতে চাইনা বলে এখন আমাকে কেউ পছন্দ করে না। আমি ছবি দিতে চাইনি বলে বাবা বলল তুমি আর কোনদিন বাড়ীতে এসো না। তখন আমি ছবি দিয়েছি আর শর্ত দিয়েছিলাম পাত্রের সাথে কথা বলার সুযোগ দিতে হবে। ফোনে কথা বলে জানতে পারলাম ছেলেটি আগে নামায পড়ত, চার বছর হল নামায ছেড়েছে(কোন এক হতাশার কারনে)রমযানে রোযা রাখে, দাড়ি রাখে না, টাখনুর নিচে প্যান্ট পরে এবং বলল তিনি ইসলাম সম্পর্কে খুবই কম জানেন। এছাড়াও বললেন আমি শিক্ষিত মেয়েকে বিয়ে করতে চেয়েছি, তবে যদি ধার্মিক পেয়ে যাই তাহলে তো ভালোএবং আমি তার সম্মান রাখব ইসলামের পথে টিকে থাকার জন্য আমার সিদ্ধান্ত কি হওয়া উচিত বুঝতে পারছিলাম না। তবুও না করে দিয়েছিলাম। তখন বাবা মা বলল তোমাকে আর বোনের বাসায় রাখব না, বাড়িতে আসো, চাকরি করো(ওখানে একটা গার্লস স্কুলে) । সেদিন আমি এশার নামায পড়ে প্রার্থনা করে আল্লাহর কাছে অস্থিরতার সাথে মিনতি করে বলেছিলাম আমার অবস্থান কোথায় হওয়া উচিত,বোনের বাড়ি,বাবার বাড়ি নাকি ঐ ছেলেকে বিয়ে করা? সেদিন রাতেই আমি সপ্নে দেখলাম আমার বাবা মা আমাকে আমার ছোট ভাইয়ের সাথে সেই ছেলের বাড়িতে পাঠাচ্ছে আর আমিও যাচ্ছি। এখন আমি বুঝতে পারছি না এই সপ্নের মানে কি এবং আমার এভাবে প্রার্থনা করা ঠিক হয়েছে কিনা, আমি কি অধৈর্য হয়ে পড়লাম, একজন মেয়ে হিসেবে আমি কি শুধু ধৈর্য ও নামাযের মাধ্যমে অপেক্ষা করব নাকি কোন পদক্ষেপও নেওয়ার আছ?

উত্তর

উক্ত ছেলেটি যদি আপনাকে নিশ্চয়তা দেয় যে, সে আর কোন দিন নামায ত্যাগ করবে না এর্ং ইসলামের ফরজ ও ওয়াজিব বিধি-বিধান কখনো ছেড়ে দিবে না, হারাম কোন কাজ লিপ্ত হবে না, তাহলে আপনি তাকে বিবাহ করতে পারেন। আর যদি এই নিশ্চয়তা না পান তাহলে আপনি তার সাথে বিবাহ করবেন না। আপনি ধৈর্যের সাথে আল্লাহর কাছে দুআ করতে থাকুন। অবশ্যই আল্লাহ তায়ালা আপনার সমস্যার সমাধান করে দিবেন। আমারাও আপনার জন্য দুআ করি আল্লাহ যেন আপনার সমস্যা দূর করে দেন।