আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3354

রোজা

প্রকাশকাল: 6 এপ্রিল 2015

প্রশ্ন

প্রশ্ন-১ সিয়াম ফরজ হওয়ার প্রথম ২-৩ বছর সবগুলো সিয়াম রাখা হয়নি এখন কি সেগুলো রাখতে হবে?
প্রশ্ন-২ নিয়ত করেছিলাম ২০১৯ সালের জুন মাসের প্রথম ৫ দিন সিয়াম পালন করবো | কিন্তু করা হয়নি| যেহেতু নিয়তটা সময়ের সাথে সম্পর্কযুক্ত এখন সেই সময়টা তো চলে গেছে সিয়াম গুলো কি রাখতে হবে?

উত্তর

১। জ্বি, রাখতে হবে। প্রতিটি রোজার বদলে একটি করে রোজা কাজা করতে হবে। ২। শুধু নিয়ত করলেই রোজা রাখা আবশ্যক না। আপনার ঐ রোজা করা লাগবে না। তবে রোজা রাখার মানত করলে ঐ রোজা রাখা আবশ্যক।