আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3353

বিবিধ

প্রকাশকাল: 5 এপ্রিল 2015

প্রশ্ন

*মুহতেরাম, হাদীসে উল্লেখিত আছে,কোনো গোলাম তার মনিবের কাছ থেকে না বলে চলে এলে তার নাকি কোনো ইবাদাত কবুল হয় না। #Question:সৌদিতে অনেক উম্মাল/আমেল//গোলাম তারা তাদের কপিলের ভিবিন্ন ধরনের জুলুমের স্বিকার হয়,কাজ ভালো লাগে না,বেতন কম ইত্যাদি কারনে চলে আসে,তারপর কপিল হুরুপ মেরে দেয়। পরে আর তাদের কাছে যাওয়ার সুযোগ হয় না। তাহলে কি এই উম্মালের কোনো ইবাদাত কবুল হবে না।

উত্তর

মনিব ও গোলামের সম্পর্ক আর বর্তমানের মালিক ও শ্রমিকের সম্পর্ক এক নয়। শ্রমিক যদি কাজ করতে সমস্যা মনে করে তাহলে মালিককে বলে কাজ বাদ দিয়ে দিবে। মালিককে বললে কোন সমস্যা হওয়ার আশংকা থাকলে মালিককে না বলে কাজ বাদ দিয়ে চলে আসলে আশা করি কোন গুনাহ হবে না, ইবাদত কবুল না হওয়ার কোন কারণ নেই।