আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3352

সালাত

প্রকাশকাল: 4 এপ্রিল 2015

প্রশ্ন

হাদীসে সালাত আদায়কালে জামা গুটাতে নিষেধ করা হয়েছে। প্রশ্ন হচ্ছে- ১.সালাতে জামা গুটানো হারাম নাকি মাকরুহ? ২.এতে সালাতের কোন ক্ষতি হবে কি না?

উত্তর

হাদীসে নিষেধ করা হয়েছে, আমরা কররো না। হারাম-মাকরুহ খুঁজে বেড়ানোর কী দরকার। এতে সালাতের সওয়ারতো অবশ্যই কম হবে।