আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3325

পোশাক পরিচ্ছেদ

প্রকাশকাল: 8 মার্চ 2015

প্রশ্ন

আসসালামুআলাইকুম। আমি প্যান্ট পরি নাভির নিচে ও টাকনুর উপরে কিন্তু শার্ট,গেঞ্জি,পাঞ্জাবি নাভির নিচে থাকে সালাতের সময়, তবে কি সালাতের কোন সমস্যা হবে কি? যদি সালাতের সমস্যা হয় বা হতে পারে তাহলে হাদীস ও কোরআনের আলোকে সঠিক তথ্যটি দিবেন।

উত্তর

ওয়া আলাইকুমু সালাম। যদি সালাত চলাকালীন নাভীর নীচের অংশ আলগা না হয়ে যায় তাহলে সালাতের কোন সমস্যা হবে না। যদি আলগা হয়ে যায় তাহলে সমস্যা হবে। তবে এমন প্যান্ট পরা উচিৎ যা নাভীর উপরে থাকে।