আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3324

বিবাহ-তালাক

প্রকাশকাল: 7 মার্চ 2015

প্রশ্ন

ধরে নেন, বিবাহের ক্ষেত্রে বর-কনে উভয় পক্ষই রাজি। এখন উভয় পক্ষের মতামত অনুযায়ী বিবাহের সময় নির্ধারন করা হবে ৮-১০ মাস পর। এই ৮-১০ মাস সময় তো মেয়ে পক্ষ বা ছেলে পক্ষ মুখের কথায় অপেক্ষা করবে না প্রচলিত নিয়ম অনুযায়ী, এক্ষেত্রে মেয়েকে আংটি অথবা নাকফুল পড়িয়ে রাখা হয়। সহীহ হাদিস অনুযায়ী এই নিয়ম ঠিক কি না? যদি ঠিক না হয় তাহলে এই ৮-১০ মাস সময় অপেক্ষা করার জন্য শরিয়ত অনুযায়ী কি করা যেতে পারে?

উত্তর

এক্ষেত্রে মেয়েকে আংটি অথবা নাকফুল পড়িয়ে রাখা একটি সামাজিক কুসংস্কার। যদি মেয়ে বা ছেলে পরবর্তীতে সিদ্ধান্ত বদল করে তাহলে আংটি বা নাকফুলের চিন্তা কেউ কখনও করবে না। এরকম প্রমান বহু আছে। ৮-১০ মাস অপেক্ষা করার জন্য দুপক্ষের কথায় যথেষ্ট, আর কোন আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। সহীহ হাদীস অনুযায়ী এরকম নাক ফুল বা আংটি পরানো চরম মূর্খতা।