আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3323

সালাত

প্রকাশকাল: 6 মার্চ 2015

প্রশ্ন

ইমাম এর পিছনে জোহর এবং আছর কি সূরা ফতিহা পড়তে হবে এবং যে সব রাখাতে কেরাত নিরবে পাঠ করা হয় ঐসব রাখাতে কি সুরা ফাতিহা পাঠ করলে নামায়ের ক্ষতি হবে। যেমন মাগরিবের দ্বিতীয় রাখাতের পর, ইশা নামাজের দ্বিতীয় রাখাতে পর পরের দুই রাখাতে। আমি সুরা ফাতিহা পাঠ করতে হবে এমন কিছু সহিহ হাদিস পড়েছি তাই কনপিউজ হয়ে পড়েছি।

উত্তর

আপনি যে সব স্থানে সূরা ফাতিহা পড়ার বিষয়ে প্রশ্ন করেছেন তা নিয়ে ফকীহদের মধ্য হাদীসের ভিত্তিতে মতভেদ আছে। পড়া এবং না পড়া উভয় মতই পাওয়া যায়। আপনি যে কোন একটির উপর আমল করতে পারেন।