আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3295

অর্থনৈতিক

প্রকাশকাল: 6 ফেব্রু. 2015

প্রশ্ন

আমি একজন প্রতিবন্ধী হুইল চেয়ারে চলাফেরা করি,প্রায় পোনেরো বছর আগে আমি প্রতিবন্ধ হইয়। কমর থেকে পায়ের পাতা পযর্ন্ত আমার প্যারালাইস,আমি প্রস্রাব পায়খানা কন্ঠোল নাই,প্রস্রাবের ফোটা কাপরে লাগলে কিংবা শরিরে লাগলে সেই অবস্তায় নামাজ আদায় করলে নামাজ হবে কি? আমাকে কয়েক জন হুজুর বলেছে পাক পবিএ ছাড়া নামাজ হবে না,এই অবস্তা কাপর এবং শরির পবিএ রাখা আমার পক্ষে সম্ভনা, এই ভাবে নামাজ পরে কি আমার নামাজ দায় হবে।

উত্তর

যখন কোন নামাযের সময় হবে তখন আপনি পবিত্র কাপড় পরে ঐ ওয়াক্তের সব নামায পড়বেন। নামায চলাকালীন যদি অপবিত্র হয়েও যায় তাহলেও নামাযের কোন ক্ষতি হবে না। এভাবে প্রতি নামাযের সময় আপনি নতুন কাপড় পরবেন।