আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3294

যিকির দুআ আমল

প্রকাশকাল: 5 ফেব্রু. 2015

প্রশ্ন

মোনাযাত করা যদি বেদাত হয়। তাহলে মক্কা-মদিনায় বেতের ছালাতে ইমাম-মুক্তাদি সহ হাত উঠিয়ে দোৱা করে কেন? উত্তর দিলে খুশি হবো।

উত্তর

ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত হাদীসে পাওয়া যায় না। তবে বিতির সালাতে দুআ কুনুতের সময় হাত উঠানো হাদীসে পাওয়া যায়। আশা করি বুঝতে পেরেছেন।