আমি একজন প্রতিবন্ধী হুইল চেয়ারে চলাফেরা করি,প্রায় পোনেরো বছর আগে আমি প্রতিবন্ধ হইয়। কমর থেকে পায়ের পাতা পযর্ন্ত আমার প্যারালাইস,আমি প্রস্রাব পায়খানা কন্ঠোল নাই,প্রস্রাবের ফোটা কাপরে লাগলে কিংবা শরিরে লাগলে সেই অবস্তায় নামাজ আদায় করলে নামাজ হবে কি? আমাকে কয়েক জন হুজুর বলেছে পাক পবিএ ছাড়া নামাজ হবে না,এই অবস্তা কাপর এবং শরির পবিএ রাখা আমার পক্ষে সম্ভনা, এই ভাবে নামাজ পরে কি আমার নামাজ দায় হবে।