আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3201

সালাত

প্রকাশকাল: 4 নভে. 2014

প্রশ্ন

হুজুর আমার একটা প্রশ্ন, উত্তেজনার বসতে লিঙ্গ দিয়ে তরল পদার্থ বের হলে সেটা ধুয়ে নামাজ পরলে নামাজ আদায় হবে কি

উত্তর

যদি বীর্জ বাদে অন্য কোন তরল পদার্থ বের হয় তাহলে ভাল করে ধুয়ে ফেলতে হবে এবং নতুন করে ওযু করতে হবে। বীর্জ বের হলে গোসল করতে হবে।