আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3200

অর্থনৈতিক

প্রকাশকাল: 3 নভে. 2014

প্রশ্ন

আমার পরিবারের আমি আমার আম্মু আর ভাইয়া। আমার ভাইয়া র হালাল হারাম বিবেচনা না করে উপার্জন করে। এখন আমাদের ইবাদত কি হবে না? আর আমাকে কি উপার্জন করতে হবে?

উত্তর

আপনি আপনার ভাইকে হালাল উপার্জনের উৎসাহ দিবেন। আর বিবাহ হওয়ার আগ পর্যন্ত আপনি আপনার ভাইয়ের কাছেই থাকবেন। তবে যদি পর্দার মধ্যে থেকে যদি হালাল ইনকামের ব্যবস্থা আপনি করতে পারেন তাহলে করতে পারেন। আল্লাহ আপনার সমস্যঅ দূর করে দিন।