আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3195

লেনদেন

প্রকাশকাল: 29 অক্টো. 2014

প্রশ্ন

জৈনক ব্যক্তি বিদেশ কর্মি পাঠায় কোনো অফিসের সহয়তায়। তাকে যদি কেউ কর্মি সংগ্রহ করে দেয় এবং পারিশ্রমিক হিসেবে উক্ত ব্যক্তির কাছে টাকা চায় বা উক্ত ব্যক্তি সেচ্ছায় তাকে টাকা দেয় তাহলে কি সেটা জায়েজ হবে?

উত্তর

হ্যাঁ, পারিশ্রমিক চায়তে পারবে এবং স্বেচ্ছায় তাকে টাকে দিলে নিতেও পারবে। কারণ সে বৈধ কাজ করে পারিশ্রমিক দাবি করছে।