আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3194

অর্থনৈতিক

প্রকাশকাল: 28 অক্টো. 2014

প্রশ্ন

বিপদ দুর, অভাব দুর, দেনা পরিশোধের এমন কোন আমল বা জিকির যা সারাক্ষণ পড়তে পারবো । সুন্নত তরিকা জানালে উপকার হবে অনেক। তাহাজজুত নামাজে পড়ার দুয়া টাও বলবেন। আল্লাহ একের পর এক পরীক্ষা আমাকে করছে । আমি হাল ছারতে চাই না।

উত্তর

বিপদ দুর, অভাব দুর এবং দেনা পরিশোধের জন্য নিম্নের দুআটি সব সময় পড়তে পারেন। তাহাজ্জুদ নামাযেও এই দুআটি পড়তে পারেন। এই বিষয়ে আরো অনেক দুআ আছে। বিস্তারিত জানতে পড়ুন, শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি. রচিত রাহে বেলায়াত বইটি। আল্লাহ আপনাকে সকল বিপদ-আপদ থেকে রক্ষা করুন। اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْبُخْلِ وَالْجُبْنِ وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ সহীহ বুখারী, হাদীস নং ২৮৯৩।