আসসালামু আলাইকুম- স্যার । প্রশ্ন-বর্তমানে আমাদের দেশের প্রাইভেট ব্যাংক গুলোর সাথে বিভিন্ন কোম্পানী সার্ভিস প্রদান করে থাকে । এমতাবস্থায় সুদী ব্যাংকের সাথে সিকিউরিটি গার্ড, এটিএম লোডিং, ক্যাশ ক্যরিং, এমএলএসএস, কোম্পানী বা ব্যক্তিগত কারেন্ট এ্যাকাউন্ট করা ইত্যাদি লেনদেন করার ব্যাপারে কুরআন ও সহীহ্ সুন্নাহর আলোকে মাসায়ালা বা ব্যাখ্যা দেওয়ার জন্য বিশেষ আবেদন করছি।