আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 313

হালাল হারাম

প্রকাশকাল: 8 ডিসে. 2006

প্রশ্ন

আমি অনলাইন এ ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ করি। আর আমার এই কাজ সাধারণত বিধর্মী দের সাথে করতে হয় এই কাজ করা কি জায়েজ? ২য় প্রশ্নঃ কাজ পাওয়ার সুবিধার জন্য আমেরিকান পরিচয় এ কাজ করি যদিও আমার বায়েররা এ বিষয় আমাকে কিছু বলেনি তারা শুদু কাজ চায় এটা কি আমার করা জায়েজ? বলে রাখা ভাল আমি কোন প্রতারনা করছি না তাদের আমি বলছি না যে আমি আমেরিকান।

উত্তর

আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলছি কাজ যদি জায়েজ হয়ে থাকে তাহলে বিধর্মীদের সাথে কাজ করলে কোন অসুবিধা নেই। আর কাজ যদি জায়েজ না হয় তাহলে মুসলিম ও মুসলিম কারো সাথেই জায়েজ হবে না। আর দ্বিতীয় প্রশ্নটি অস্পষ্ট। আমেরিকান পরিচয় কিভাবে দেন তা আমাদের কাছে বোধগম্য নয়।তবে যদি কোন প্রতারণা না করেন তাহলে কোন অসুবিধা নেই।