আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3115

শিরক-বিদআত

প্রকাশকাল: 10 আগস্ট 2014

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমরা হয়ত ইতি মদ্ধেই জানতে পেরেছি যে বাংলাদেশের টাংগাইলে একটি সুউচ্চ মসজিদ উদ্ভদন হতে যাচ্ছে জা কিনা বাংলাদেশএর ইতিহাসে প্রথম জা বানাতে প্রায় ১০০ কোটি টাকা ব্যায় হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এইজে এত টাকা খরচ করে ১টি মসজিদ বানানো সম্পর্কে ইসলাম বিধান কি? ইসলাম আমাদের কি শিক্ষা দেয়? এটা কি লোক দেখানো বা অপচয় কিংবা বিলাসিতা নয় কি?
যদিও আমাদের মসজিদ বেশি বেশি বানানোর জন্য ইন্সপায়ার করা হয়েছে কিন্তু তাই বলে এত বিলাশ বহুলভাবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বর্তমানে তো সব ভবনই বিলাসবহুল করা হচ্ছে। তাছাড়া মুসলিমরা যুগ যুগ ধরে মসজিদকে তাদের বাড়ি ঘরের চেয়ে উন্নত করে নির্মান করে আসছে। এতে সমস্যার কিছু দেখি না।