আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3098

অর্থনৈতিক

প্রকাশকাল: 24 জুলাই 2014

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার এক আঙ্কেল ছোটখাটো একটি চাকুরি করেন। তার মাসিক বেতন দিয়ে সংসার খুব ভাল চলেনা। বাধ্য হয়ে আন্টি (আঙ্কেলের ওয়াইফ) একটি বিউটি পার্লারে কাজ শুরু করেছেন। আন্টি জানতে চেয়েছেন বিউটি পার্লারে কাজ করা এবং কাজের বিনিময়ে কেউ বকশিশ দিলে তা গ্রহণ করা জায়েজ হবে কিনা?

উত্তর

বিউটি পার্লারে যেসব কাজ করা হয় তার কিছু কিছু ইসলাম সমর্থন করে না। যেমন, ভ্রু প্লাক করা, চুল রং করা ইত্যদি। সুতরাং এই কাজ করা ঠিক হবে না। তাকে বলবেন, অন্য কোন স্বচ্ছ ও হালাল কাজ করতে।