আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3099

বিবাহ-তালাক

প্রকাশকাল: 25 জুলাই 2014

প্রশ্ন

Assalamu alikum orahmatullah… তালাকের ক্ষেত্রে শুধু স্ত্রী তালাক দিলে কি তালাক হবে? নির্যাতিতা মেয়ে বাধ্য হয়ে আমাদের দেশীয় পদ্ধতিতে তালাক নিলে কি তালাক হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। স্বামী যদি স্ত্রীকে তালাক গ্রহনের অনুমতি দেয় তাহলে স্ত্রী তালাক গ্রহন করতে পারে। স্বামী অনুমতি না দিলে তালাক নিতে পারবে না।