আস-সালামু আলাইকুম। স্যার কোনো মহিলার পেটে যদি বাচ্চা থাকে সেই সময় তার চার বছরের পুত্র কে হাজাম খৎনা করতে পারবে কি?
আমি শুনেছি যে কোন মহিলার পেটে বাচ্চা থাকলে তার পুত্র কে খৎনা করা যায়না। এটা কি ঠিক কথা?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। খাৎনা করাতে কোন অসুবিধা নেই। আপনি যা শুনেছেন তার কোন ভিত্তি নেই।