আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3092

কুরআন

প্রকাশকাল: 18 জুলাই 2014

প্রশ্ন

অতঃপর আদম আঃ তার রবের পক্ষ থেকে কিছু বাণী প্রাপ্ত পেলেন, ফলে আল্লাহ তার তাওবা কবূল করলেন। নিশ্চয় তিনি তাওবা কবূলকারী, অতি দয়ালু। সুরা বাকারা ২:৩৭

প্রশ্নঃ আদম (আঃ) আল্লাহর কাছ থেকে কি বাণী পেলেন? সহি হাদিসে কি এর ব্যাখ্যা আছে বা পাওয়া যায়?

উত্তর

এই আয়াতের তাফসীরে ইবনে কাসির রহি. লিখেছেন { فَتَلَقَّى آدَمُ مِنْ رَبِّهِ كَلِمَاتٍ فَتَابَ عَلَيْهِ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ (37) }

قيل: إن هذه (3) الكلمات مفسرة بقوله تعالى: { قَالا رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ } [ الأعراف : 23 ] روي هذا عن مجاهد، وسعيد بن جبير، وأبي العالية، والربيع بن أنس، والحسن، وقتادة، ومحمد بن كعب القُرَظي، وخالد بن مَعْدان، وعطاء الخراساني، وعبد الرحمن بن زيد بن أسلم،

অর্থাৎ এই আয়াতের বানীর অর্থ হলো সূরা আরাফের ২৩ নং আয়াত قَالا رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ । আয়াতটির অর্থ : তারা দুজন বললেন, এই আমাদের প্রভু আমরা নিজেদের উপর জুলুম করেছি, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্থ হয়ে যাব। যেসব মুফাসসিরগণ এই মত ব্যক্ত করেছেন তারা হলেন, মুজাহিদ, সাইদ ইবনে জুবায়ের, আবুল আলিয়া, রবী ইবনে আনাস, হাসান বসরী, কাতাদাহ, মুহাম্মাদ ইবনে কাব, খালেদ ইবনে মাদান এবং আব্দুর রহমান ইবনে যায়েদ আসলাম। বাণী বলতে কী বুঝানো হয়েছে এই বিষয়ে আরো অনেক মতামত আছে। তবে উপরেরটা সবচেয়ে ভাল মনে হয়।