আস-সালামুআলাইকুম। ১. বাবা বাড়িতে তার জমিতে চাষাবাদ করেন, আমরা যোথ পরিবারে থেকে ৩ ভাই মিলে বাবাকে টাকা দিলে বাবা সেই টাকা দিয়ে অন্য জনের সাথে শরিকে কোরবানি দেন তার নিজের পক্ষ থেকে। অথচ ৩ ভাইয়ের উপার্জন হিসেব করলে ৩ জনের উপরই আলাদা আলদা ভাবে কোরবানি ওয়াজিব হয়ে আছে। প্রশ্ন হল পরিবারের পক্ষ হতে শুধু বাবা কোরবানি দিলে কি আমরা ৩ ভাই এর কোরবানি আদায় হবে নাকি সবাইকে আলাদা আলাদা কোরবানি করতে হবে। ২. বাবার যেহেতু তেমন ইনকাম নেই সেই ক্ষেত্রে উনার উপর কোরবানি ওয়াজিব কিনা?
২. যেহেতু কোরবানি একটা ইবাদত, তাই আমার বেক্তিগত ইচ্ছা হল ভাইদের সাথে শরীক না হয়ে আমি নিজে কোরবানি করব, এই ক্ষেত্রে বাবা মা, এবং ভাইরা মনে কষ্ট নিলে কি আমার গুনাহ হবে? এই ক্ষেত্রে আমার করনীয় কি হবে বললে উপকৃত হব। (উল্লেখ যে ভাইরা নামাজের এবং দ্বীনের অন্যান্য বিষয়ে উদাসীন। তাই উনাদের সাথে শরীকে কোরবানিতে আমার ইচ্ছা হয় না। )
প্রশ্ন গুলোর উত্তর পেলে উপকৃত হব।