আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3070

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 26 জুন 2014

প্রশ্ন

Assalamu alikum..
কুরআন ও হাদিসের আলোকে প্রকৃত জ্ঞানী ব্যক্তি কে?
যে নাকি বেশি বেশে মরনকে স্বরন করে । এইটি হাদিস হলে সনদ মতন জানানোর অনুরোধ জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, এটি হাদীস। এবং হাদীসটি হাসান। সনদসহ হাদীসটি নিচে দেওয়া হলো – حَدَّثَنَا الزُّبَيْرُ بْنُ بَكَّارٍ ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ ، حَدَّثَنَا نَافِعُ بْنُ عَبْدِ اللهِ ، عَنْ فَرْوَةَ بْنِ قَيْسٍ ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، أَنَّهُ قَالَ : كُنْتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ ، فَجَاءَهُ رَجُلٌ مِنَ الأَنْصَارِ ، فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ ، ثُمَّ قَالَ : يَا رَسُولَ اللهِ ، أَيُّ الْمُؤْمِنِينَ أَفْضَلُ ؟ قَالَ : أَحْسَنُهُمْ خُلُقًا ، قَالَ : فَأَيُّ الْمُؤْمِنِينَ أَكْيَسُ ؟ قَالَ : أَكْثَرُهُمْ لِلْمَوْتِ ذِكْرًا ، وَأَحْسَنُهُمْ لِمَا بَعْدَهُ اسْتِعْدَادًا ، أُولَئِكَ الأَكْيَاسُ. সুনানু ইবনু মাজাহ, হাদীস নং ৪২৫৯