আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3042

অর্থনৈতিক

প্রকাশকাল: 29 মে 2014

প্রশ্ন

প্রশ্নটা আমার এক বন্ধুকে নিয়ে, সম্ভবত ২০১৪ সালের দিকে আমার ওয়ি বন্ধু এক মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে যায় এবং ২/৩ বছর পবাধে মেলামেশা করতে থাকে। ছেলে এবং মেয়ে উভয় পরিবার ই বিশয়টা জেনে যায়। পরে ছেলে এবং মেয়ে উভয়েই তারা তাদের ভুল বুঝতে পারে এবং পরিবারের সম্মতি ছাড়াই পরিবার কে না জানিয়ে বিয়ে করে ফেলে। কারণ তারা চায়নি তারা ব্যভিচার করার পর অন্য কাওক্ব নতুন করে ঠাকাক। কিন্তু ইসলাম এ তো সবকিছুর সমাধান আছে। ইসলাম এটাও বলে অভিভাবক ছাড়া বিয়ে জায়েজ হবেনা। পরিবারে জানানো ও ওখন সম্ভব না। জানালে মেয়ে এবং ছেলের পড়াশোনা বন্ধ হয়ে যাবে। দুজনেই শিক্ষার্থী। তাহলে কি তাদের বিয়েটা জায়েজ নয়?

উত্তর

প্রথম কথা হলো এই ধরণের সম্পর্কে জড়ানো ইসলামে আদৌ বৈধ নয়। এই সম্পর্কই অন্যান্য সকল পাপের পথ খুলে দিয়েছে। অধিকাংশ আলেমের মতে অভিভাবকের অনুমতি ছাড়া মেয়েদের বিয়ে বৈধ নয়। হানাফী মাজাহাবের আলেমগণ বৈধ বলেছেন। আমাদের কথা হলো ব্যাভিচারের চেয়ে এভাবে বিয়ে ভাল। তবে আরো ভাল হতো কোন কৌশল অবলম্বন কর অভিভাবকদের জানয়ে বিবাহ করা। যাই হোক, অতীত ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং যতদ্রুত সম্ভব অভিভাবকদের জানিয়ে বিষয়টি নিস্পত্তি করে নিবে।