আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3041

নামায

প্রকাশকাল: 28 মে 2014

প্রশ্ন

Assalamu কারখানার কাজের জন্য প্রতিদিন আছরের সালাত কাজা হয়ে যাচ্ছে । আমি একজন l তাই আমি প্রতিদিন এশা বা মাগরিবের পর তা আদায় করে থাকি, এখন আমার কি করা উচিত?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, এমন কারখানাতে কেন কাজ করবেন যেখানে সালাত আদায়ের সুযোগ নেই? আপনি এমন একটি কর্ম বেছে নিন যেখান সালাত আদায়ের সুযোগ পাবেন। প্রতিদিন কাজা করে তা আদায় করলে সেই সালাত আদায় হবে বলে মনে হয় না। সালাত সময়মতই আদায় করতে হবে। কোন কারণে দুয়েক দিন কাজা হয়ে গেলে পরে আদায় করতে হবে। আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ যেন আপনাকে এমন কোন কর্মের ব্যবস্থা করে দেন যেখানে আপনি সালাত আদায়ের সুযোগ পাবেন।