আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3040

হালাল হারাম

প্রকাশকাল: 27 মে 2014

প্রশ্ন

Assalamu alikum, বিয়ের কত তম দিন থেকে তালাক দিতে পারবো? এর সহীহ নিয়ম টা কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিয়ের পর মুহুর্ত থেকে তালাক দিতে পারবে। তালাকের সহীহ নিয়ম হলো স্ত্রী মাসিক অবস্থায় নেই এমন সময় এক তালাক দেয়া। যদি ফিরিয়ে নেয়ার ইচ্ছা না থাকে তাহলে ইদ্দত পালনের পর তাকে বিদায় করে দেয়া। এটাই সর্বোত্তম পন্থা।