আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2984

নামায

প্রকাশকাল: 1 এপ্রিল 2014

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। আমি প্রত্যেক বার প্রস্রাবের পড় পানি ব্যবহার করি । হঠাৎ কোন সময় দেখা যায় যে, মনে হয় দু এক ফোঁটা নাপাক গড়িয়ে পড়ছে, তখন আমার কাপড় পাল্টানোর অবস্থায় না থাকলে আমি নামাজ আদায় করতে পাড়ব কি না? কোন একজন হুজুরের নিকট শুনেছি। প্রসাবে কাপড় ডুবে থাকলে ও নামাজ পড়তে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। শুধু সন্দেহের কারণে নামায পড়তে সমস্যা নেই। যদি নিশ্চিত হন যে, কাপড় নাপাক হয়ে গেছে তাহলে নামাযের ওয়াক্তের মধ্যে কাপড় পাল্টিয়ে নামায আদায় করবেন। বর্তমানে কাপড় পাল্টানোর ব্যবস্থা সব জায়গাতে আছে।