আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2983

লেনদেন

প্রকাশকাল: 31 মার্চ 2014

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, এক ব্যাংকার বললেন যে, আমাদের দেশে প্রতি বছরে টাকার মান কমছে।এর মান 100টাকায় 6 টাকা, এখন কোন ব্যাংকে টাকা রাখলে তারা বছরে এই হ্রাসকৃত টাকা দিলে নাকি সুদ হবে না। অর্থাৎ 100টাকায় 106। এটা ঠিক?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। টাকার মান কমার বিষয়টি তিনি বলতে পারেন। কিন্তু কোনটা সুদ হবে আর কোনটা হবে না, এটা তো তিনি বলার অধিকার রাখেন না। এটা তার উদ্ভট কথা। এভাবে অতিরিক্ত টাকা নেয়া সুদ্ হিসাবে গণ্য হবে।