আসসালামুয়ালাইকুম। আমি প্রত্যেক বার প্রস্রাবের পড় পানি ব্যবহার করি । হঠাৎ কোন সময় দেখা যায় যে, মনে হয় দু এক ফোঁটা নাপাক গড়িয়ে পড়ছে, তখন আমার কাপড় পাল্টানোর অবস্থায় না থাকলে আমি নামাজ আদায় করতে পাড়ব কি না? কোন একজন হুজুরের নিকট শুনেছি। প্রসাবে কাপড় ডুবে থাকলে ও নামাজ পড়তে হবে?