আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2924

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 31 জানু. 2014

প্রশ্ন

আসসালামু আলাইকুম। মুহতারাম, ০১) আমি শুনেছি যে, মাসজিদে ঢুকার পরই যদি কেউ দেখে যে, সুন্নাতে রাআতিবা অথবা ফরজ সালাত শুরু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সে যদি সে ঐ সুন্নাতে রাআতিবা অথবা ফরজ সালাতের সাথে একই সাথে তাহিয়াতুল মাসজিদের নিয়াত করে, তাহলে উক্ত সালাতের সাথে সে তাহিয়াতুল মাসজিদ সালাতের সাওয়াবও পেয়ে যাবে। বিষয়টি সঠিক কিনা দলিলসহ জানালে উপকৃত হবো। ০২) আমি একজন আলেমের কাছে শুনেছি যে, দানে এক নেকি ধারে আট নেকি। কিন্তু উনি কোনও দলিল দেননি। দলিল চাইলে সাধারণত উনি বলেন যে, আমরা যেহেতু সাধারণ মানুষ, আমরা যেহেতু আলেম নই, আমরা দলিল বুঝবনা। তাই আমাদের মতো সাধারণ মানুষদের উচিৎ শুধুমাত্র আলেমেকে বিশ্বাস করা; দলিল প্রমাণ নয়। এ বিষয়ে আপনার অভিমত কী?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মসজিদে গিয়ে না বসে যে কোন সালাত আদায় করলে আশা করা যায় তাহিয়াতুল মাসজিদের সওয়াব হবে। হাদীসে স্পষ্ট নেই, তবে হাদীসে যেহেতু না বসে সালাতের কথা বলা হয়েছে তাই আলেমগণ বলেছেন, না বসে যে কোন সালাত আদায় করলে তাহিয়াতুল মাসজিদের সওয়াব পাওয়া যাবে। ২।এই ধরণের কোন হাদীসের কথা আমাদের জানা নেই।