আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2923

ঈদ কুরবানী

প্রকাশকাল: 30 জানু. 2014

প্রশ্ন

আসসালামু আলাইকুম। প্রশ্ন : কুরবানির পশুর নিদিষ্ট জায়গার গোশত কি নেয়া যায়? যেমন তিল্লি, রানের গোশত এবং ঐ সমপরিমাণ গোশত নিজেদের ভাগ থেকে দিলে হবে কিনা। দয়া করে স্পষ্ট করে হাদিসসহ বলুন। না নেয়া গেলে হাদিস এর রেফারেন্স সহ দিন দয়া করে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কুরবানীর সমস্ত গোশত রেখে দিলেও আপনার কুরবানী সহীহ হবে। সুতরাং নির্দিষ্ট স্থানের গোশত নেয়া যাবে কি না এই প্রশ্নের দরকারই নেই। নির্দিষ্ট অংশের গোশত আপনি নিতে পারবেন এবং তার কোন বিনিময় না দিলেও কুরবানী সহীহ হবে। বিনিময় দিলেও দিতে পারেন। এই বিষয়ে হাদীসের কোন প্রয়োজন নেই। যেখানে হাদীসের দরকার হবে সেখানে আপনার বলা ছাড়াই আমরা দেব। ধন্যবাদ।