আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। কিআমুল্লাইল বা তাহাজ্জুত সালাত জামাতে আদায় করার শরয়ী হুকুম কি?
আমাদের মসজিদে রাত 2:00am থেকে 3:15am নাগাত রমজানে জামাতে হয়ে থাকে, এইটা কি বৈধ হবে?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। এটা বৈধ। কোন সমস্যা নেই। বরং এটা ভাল।