আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2860

ঈমান

প্রকাশকাল: 28 নভে. 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম। মুহতারাম, ০১) ঈমান বাড়ানোর জন্য কী কী আমল করা উচিৎ?
০২) সালাতের সময় যদি লজ্জাস্থান ছাড়া নাভির নিচ থেকে হাঁটুর উপর পর্যন্ত কোনও অংশে সরাসরি স্পর্শ লেগে যায় (চুলকানি বা অন্য কোনও কারণে) তাহলে কী সালাত হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সকল ভাল কাজে নিজেকে নিয়োজিত রাখবেন, আখেরাত ও জাহান্নামের কথা বেশী বেশী স্বরণ করবেন, কুরআন তেলাওয়াত বাড়িতে দেবেন। এভাবে ঈমান বৃদ্ধি পাবে। ২। সালাত হবে।