আসসালামু আলাইকুম। মুহতারাম, ০১) যেকোনো ভাল কাজের শুরুতে বা শেষে ( নতুন বাড়িতে উঠা, নতুন বাড়ির কাজ শুরু করা ইত্যাদি) আয়োজন করে কয়েকজন মিলে দরূদ শরীফ পড়া, তবারুক খাওয়া ও বিতরণ করার শরঈ বিধান কী?
০২) আমি যতটুকু জানতে পেরেছি, আযানের উত্তর দেয়ার মাসনুন নিয়ম হচ্ছে, আযানের শব্দগুলো শুনার পরপরই নিজে নিজে বলার পর (শুধুমাত্র হাইয়ালাসালালাহ ও হাইয়ালাল ফালাহ শুনার পর লা-হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা-বিল্লাহ বলা) দরূদ-এ-ইব্রাহিম পরে আযানের মাসনুন দোয়াটি (আল্লাহুম্মা রাব্বাহাযিহি দাওয়াতিত্তামা ওয়া আত্তাহ। ) পড়া। তদ্রুপ আমার জানামতে, ইকামাতের উত্তর দেয়ার মাসনুন নিয়ম হচ্ছে, ইকামাতের শব্দগুলো শুনার পরপরই নিজে নিজে বলা (শুধুমাত্র হাইয়ালাসালালাহ ও হাইয়ালাল ফালাহ শুনার পর লা-হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা-বিল্লাহ বলা)। এমতাবস্থায়, আমার প্রশ্ন, আযান ও ইকামাতের উত্তর দেয়ার উপরিউক্ত নিয়মগুলো সঠিক কিনা এবং জুম্মার সালাতের প্রথম ও দ্বিতীয় আযান ও ইকামাতের উত্তর কী এক নিয়মে দিতে হবে?