আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2843

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 11 নভে. 2013

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, (১) সুরা ফাতিহার সাথে অন্য একটি সুরা পড়ার ক্ষেত্রে সুরা ফাতিহার সাথে আয়াতুল কুরসি পরা যাবে কি? (২) ইচ্ছাকৃত ভাবে লজ্জাস্থান স্পর্শ করলে কি অজু ভেঙ্গে যাবে? (৩) অনিচ্ছাকৃত ভাবে লজ্জাস্থানে হাত লাগলে যেমনঃ গোসলে সাবান দিয়ে শরীর পরিস্কার করার সময়, কাপড় বদলানো অথবা গরমের দিনে পাউডার ব্যবহার, মলম ব্যবহার ইত্যাদি বিভিন্ন ভাবে যদি স্পর্শ লাগে তবুও কি অজু ভেঙ্গে যাবে? (৪) স্ত্রীকে চুম্বন করলে কি অজু ভেঙ্গে যাবে? (৫) কাপড়ের উপর দিয়ে যদি স্ত্রীর স্তন স্পর্শ, লজ্জাস্থান স্পর্শ করি তাহলে কি অজু ভেঙ্গে যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। ফাতিহার পর আয়াতুল কুরসী পড়া যাবে, সমস্যা নেই। ২-৩। ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক লজ্জাস্থান স্পর্শ করলে ওযু ভাঙবে কি না তা নিয়ে আলেমদের মধ্যে হাদীসের ভিত্তিতে মতভেদ আছে। তবে না ভাঙার মতটিই অধিকতর শক্তিশালী বলে মনে হয়। অfমাদের দেশের স্বাভাবিক আমল না ভাঙার উপরই। ৪। কিছু কিছু আলেম বলেছেন, মহিলাদের স্পর্শ করলে ওযু ভেঙে যায়। তবে অধিকাংশ আলেম বলেছেন ভাঙে না। না ভাঙার মতটি অধিকতর গ্রহনযোগ্য। সুতরাং স্ত্রীকে চুম্বন করলে ওযু ভাঙবে না, এটাই গ্রহনযোগ্য কথা। ৫। না, ভাঙে না।