আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2842

বিবাহ-তালাক

প্রকাশকাল: 10 নভে. 2013

প্রশ্ন

স্যার আমার প্রশ্ন টা করার আগে কিছু প্রাসঙ্গিক ব্যাপার তুলে ধরলাম, আশা করি আপ্নের মতামত পাবো.
স্যার আমার akhon বয়স 23. আমার যখন 18 বছর ছিল তখন আমার একটা relationship ছিলো. Then একদিন আমার প্রেমিকা আমাকে ডেকে নিয়ে তাদের বাসার ছাদের উপর তার একজন হুজুরাইন বান্ধবীর মাধ্যমে 3 জন সাক্ষী এবং দিন মোহর ধার্য করে কালেমা সহিত বিয়ের দুই টি কাজ সম্পূর্ণ করি. শুধু
কি নম্বর কাজ বাকি ছিল . ব্যাপার টা শুধু আমাদের মধ্যেই ছিলো. মানি আমাদের পরিবারের সদস্যদের কেউ এ ব্যাপারে জানতো না .যেটা তিন নম্বর কাজ বিয়ের.. কিন্তু আমাদের মধ্যে প্রেমের relation তা জানতো.
এখন আসি আমার প্রশ্নে … প্রায় 2-3 বছর পর আমাদের মাঝে ভুল বুঝা বুঝিতে আমি তাকে 3 তালাক পর পর 3 দিনে দিয়ে আমার qustion টা হলো,
তখন যে প্রক্রিয়া te আমরা বিয়ে করেছিলাম. কতটুকু হওয়ার কবুল হওয়ার সম্ভাবনা আছে?
আর আমি কি তাকে এখন বিয়ে করতে পারবো?
3. আমি যে রাগের মাথায় বা অন্য কোনো কারণে তালাক টা দিয়েছিলাম সেটা কি তালাক হিসাবে গন্য হবে, অথবা আমি তাকে এখন সারাজীবন এর জীবন সঙ্গী করতে চাই সে ক্ষেত্রে আমার কি করণীয়!

উত্তর

তিনজন সাক্ষীর সবাই যদি মেয়ে হয় তাহলে বিয়ে হয় নি। তবে যদি একজন পুরুষ আর দুজন মহিলা হয় অথবা সবাই পুরুষ হয় তাহলে বিয়ে হয়ে যাবে। বিয়ে হয়ে যাওয়ার পর আপনি তিন তালাক দিলে এখন আর তাকে বিয়ে করতে পারবেন না। তবে যদি ঐ মেয়ের অন্য কোথাও বিয়ে হয় এবং সেই স্বামী তার সাথে সহবাসের পর তালাক দেয় তখন কেবল আপনি তাকে বিয়ে করতে পারবেন। আর যদি বিয়েই না হয় তাহলে আপনার তালাক দেয়ার কোন মূল্য নেই। এখন আপনি তাকে বিয়ে করতে পারবেন। তবে বিবাহ পিতা-মাতা, অভিভাবকদের পরামর্শে হওয়া উচিত। এই ধরণের বিয়েতে ভবিষ্যৎ জীবনে সমস্যা হয়। সুতরাং সতর্ক হওয়া উচিত।