আসসালামুয়ালাকুম। ১) আমাকে একজন বলেছেন যে আসরের পর মাগরিবের আজান পর্যন্ত আর কোন নামাজ নাই এবং এই সময় নামাজ পড়তে নবীজী সাঃ নিষেধ করছেন। কতাটা ঠিক কিনা?
ধরুন, আমি মাগরিবের নামাজ পড়ার উদ্দ্যেশে সুর্য্য ডুবার আগেই মসজিদে গেলাম। এখন ২) মাগরিবের আজানের আগে মসজিদে ২ রাকাত তাইয়াতুল মসজিদ নামাজ পড়া যাবে কিনা?
৩) সূর্য ডুবন্ত অবস্থায় মসজিদে গেলে মাগরিবের আজানের আগে মসজিদে ২ রাকাত তাইয়াতুল মসজিদ নামাজ পড়া যাবে কিনা?
৪) আমাকে একজন বলেছেন যেসুর্য্য উদয় এবং ডুবার সময় সুন্নত বা নফল নামাজ পড়া নিষেধ কিন্তু ফরজ নামাজ পড়া যায়। কথাটা ঠিক কিনা?