আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2811

রোজা

প্রকাশকাল: 10 অক্টো. 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম। 1: রোজা অবস্থায় ইনজেকশন দিলে রোজা রাখার কি কোনো ক্ষতি হবে কি? Plz janaben
কারণ এ ক্ষেত্রে বাইরে থেকে কিছু শরীরের ভেতরে প্রবেশ করছে 2: রোজা অবস্থায় রক্ত পরীক্ষা করা যাবে কি? 3: রোজা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে কি? 4:রোজা অবস্থাতে টুথপেস্ট দিয়ে ব্রাশ করতে পারবো? 5: রোজা অবস্থায় বেশিক্ষণ মেসওয়াক করলে রোজার কোনো ক্ষতি হবে কি? Plz janaben

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। না, ক্ষতি হবে না। ২। যাবে। ৩। ইনসুলিন নেয়া যাবে রোজা অবস্থায়। ৪। টুথপেষ্ট দিয়ে ব্রাশ করা যাবে তবে ভিতরে যেন চলে না যাই সে দিকে খেয়াল রাখতে হবে। তবে এ অবস্থায় টুথপেষ্ট দিয়ে ব্রাশ না করা ভাল। ৫। না, রোজার কোন ক্ষতি হবে না।