আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2810

রোজা

প্রকাশকাল: 9 অক্টো. 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম। রোজা অবস্থায় ইনজেকশন দিলে রোজা রাখার কি কোনো ক্ষতি হবে কি? Plz janaben
কারণ এ ক্ষেত্রে বাইরে থেকে কিছু শরীরের ভেতরে প্রবেশ করছে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, ইন্জেকশনের কারণে রোজা ভঙ্গ হবে না।