আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 280

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 5 নভে. 2006

প্রশ্ন

মুহতারাম, আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন: আমি যদি কারো হক নষ্ট করে থাকি কিন্তু তারা জানেনা বা ধারনা করতে পারে যে আমি এমন কাজ করতে পারি। আমার মনে অনুশোচনা আসার পরে আমি লোক-লজ্জার ভয়ে এই কথা প্রকাশ করতে পারছিনা এবং আমি চেষ্টা করছি গোপনে তাদের জন্য দান করে দিতে বা যেভাবে তাদের হক নষ্ট করেছি সেইভাবে যথা সম্ভব পুণরায় তা ফেরত দিতে তবে সকলেন প্রাপ্য এবং সকল পরিমাণ সঠিক ভাবে দিতে পারছিনা বা মনে নাই সঠিক হিসাব। এমতাবস্থায় আমি কি করতে পারি। যদি এই গোনাহর কথা প্রকাশ্যে না আনতে চাঁই। নাকি সকলের কাছে বলে ক্ষমা প্রার্থনা চাঁইতে হবে

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।বান্দার হক নষ্ট করলে বান্দার কাছে ক্ষমা চাইতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। আপনি যাদের হক নষ্ট করেছেন তাদের কাছে ক্ষমা চান এবং যথাসম্ভব তাদের ক্ষতিপূরণ দিয়ে দিন। লজ্জা করবেন না। আল্লাহ তায়ালা বলেছেন, وَاللَّهُ لا يَسْتَحْيِي مِنَ الْحَقِّ অর্থাৎ আল্লাহ তায়ালা সত্য বিষয়ে করেন না। সূরা আহযাব, আয়াত ৫৩। অসুবিধা হলে সাধারণভাবে ক্ষমা চান। যেমন ভাই, ইচ্ছায় অনিচ্ছায় অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়, মাফ করে দিবেন। আর ক্ষতিপূরণটা কৌশলে দিতে পারেন, হাদিয়া হিসেবে বা অন্য কোনো ভাবে। সর্বাবস্থায় দুনিয়ার একটু ধিক্কার বা লজ্জা আখিরাতের ধিক্কার বা লজ্জার চেয়ে অনেক সহজ। দোয়া করি, আল্লাহ আপনাকে তাওফীক দান করুন।