আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2799

রোজা

প্রকাশকাল: 28 সেপ্টে. 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম. রোজা একটি না রাখলে কি তার বদলে ৬০ টি রোজা রখাতে হয়।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইচ্ছাকৃত বা কোন সমস্যা কারণে যদি কেও রোজা না রাখে চাই একটি হোক বা বেশী তার উপর শুধ কাযা ওয়াজিব, কাফফারা নয় অর্থাৎ ৬০টি রোজা ওয়াজিব নয়। ইচ্ছাকৃত রোজা না রাখলে তাকে অবশ্যই তওবা করতে হবে। সমস্যার কারণে রোজা না রাখলে গুনাগগার হবে না। তবে রোজা রাখার পর কেউ ভেঙে ফেললে তখন কাফফারা ওয়াজিব হবে।